বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

কোথায় শুরু কোথায় শেষ



কোথায় শুরু কোথায় শেষ
- যাযাবর জীবন

কোথায় যেন শুরুটা ছিল?
কে দেখেছে শেষ?
ভালো মন্দে মিলে মিশে
বেঁচে আছি বেশ।

কেও হাত বাড়ায় পথ চলতে
কেও হাত ধরে,
আমি মন ধরতে চেয়েছিলাম
তোকে ধরতে গিয়ে;
মন কি আর ধরা যায়?
স্পর্শ তো শুধুই শরীরের,
তবে দূরত্বে কেন রে, মন পোড়ায়?

সব সময় কি হিসেব মেলে?
বিশেষ করে জীবনের;
আমরা রেলের পাতে জীবন হাঁটি
সমান্তরাল বেশ
সমান্তরাল দূরত্বেই
ভালোবাসার রেশ।

ভালোবাসা কোথায়?
মনে;
মন কোথায়?
শরীরে;
শরীর কোথায়?
স্পর্শে;
স্পর্শ কোথায়?
অনুভবে;
শরীর বৃত্তিও ভালোবাসা
বায়বীয় অনুভবে;
শরীর
মন
অনুভূতি
অনুভব
বড্ড গোলমেলে,
তার চেয়ে চল পথ হাঁটি
জীবনের রেল পথে
চোখ মেলে
মন খুলে;

কোথায় শুরু?
কোথায় শেষ?
না জেনেশুনেই
সমান্তরাল মন ছুঁয়ে ছুঁয়ে
সমান্তরাল হাতে হাত হেঁটে
সমান্তরাল রেল পাতে পাতে
এইতো,
এই আছি বেশ।

পথের শেষ?

ঐ তো!
দেখছিস না?
ঐ যে!
ছোট্ট মাটির ঘর;

একা একা মাটিতে শুয়ে
মাটিতে মিশে
মাটি হয়ে
জাগতিক অনুভূতিশুন্য লম্বা ঘুম
ঘুমোব বেশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন