শনিবার, ১০ জুন, ২০১৭

প্রেম বিস্তার



প্রেম বিস্তার
- যাযাবর জীবন

প্রেম
দু অক্ষরের শব্দ
ভয়াবহ বিস্তার;

অপরাধ
সিংহভাগ প্রেমের জন্য
আদতে কদাকার;
ভার্চুয়াল কিংবা সত্যিকার জীবনে
প্রেম ছলনার।

নিষিদ্ধর হাতছানি খুব মজার
তাই না?

শরীরের ভেতর মন থাকে
সবার;

অপরাধী প্রেমিক প্রেমিকা
দোষ প্রেমের।

প্রেম
দু অক্ষরের শব্দ
কি ভয়াবহই না তার বিস্তার!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন