রিপু দেখা রিপু লেখা
- যাযাবর জীবন
মন খুললেই রিপু
বড্ড কদাকার;
মাঝে মাঝে ভয় হয়
আমি কার? কে আমার?
জ্যোৎস্নার গায়ে গাঢ় বিষাদ
কালো কালো মেঘ দৌড়োয় চাঁদে
মোহের দৌড় মনের ভাঁজে,
লোভের পোশাক গায়ে
দৌড়োচ্ছে নর
দৌড়োচ্ছে নারী,
উড়ছে রিপু পিঠে বেঁধে;
রিপুতে ঢেকে যায় জ্যোৎস্না
অথৈ অন্ধকার
হঠাৎ পতনে,
এবার ঠিক বন্যা হবে চাঁদে;
স্বরবর্ণের সাথে মাত্র তো হাঁটি হাঁটি পা পা
রসনা তৃপ্ত পঞ্চ-ব্যঞ্জনে,
কাব্যের ব্যঞ্জন!
যোজন যোজন দূরে;
আমি রিপু'কে রিপু করে যাই
স্বার্থের সোনামুখি সুঁইয়ে;
কালো মন, কিসে ঢাকে?
রিপু হাসে
রিপু হাসে;
কেন যে খামোখা রিপু লিখতে যাস?
বড্ড তাড়া বুঝি আত্মহননের?
তুই
রিপু দেখ
রিপু লেখ;
কবিতা!
তোকে দিয়ে হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন