জ্যোৎস্নায় বৃষ্টিবিলাস
- যাযাবর জীবন
একটা মাত্র তুই
একটাই চাঁদ
এত্ত এত্ত জ্যোৎস্না আসে কোত্থেকে?
ধ্বক করে চোখে যখন আলোর ধাক্কা
আমি সুইচ নেভাতে যাই ঘুমঘোরে
অন্ধকার বাইতে বাইতে যখন সাগর বাইছি
লবণ ঢেঁকুর আলজিহ্বে
বালিশ ভেজাতে জুড়ি নেই দুঃস্বপ্নের
আর রাত ভেজে ভয়ঘামে।
কত মেঘ হেঁটে গেলে বাদল?
বৃষ্টিরও তো কখনো ইচ্ছে করে ভিজে যেতে
চাঁদনি কিংবা আমাতে;
তুই জ্যোৎস্না হয়ে থাক, চাঁদরাতে
একা একা;
ঐ দূর আকাশেতে।
আমার আজ বৃষ্টিবিলাস
ভরা জ্যোৎস্নাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন