সম্পর্কের মরে যাওয়া
- যাযাবর জীবন
কিছু জ্বলে যাওয়া দিন
কিছু কয়লা রাত
কত আর দেখব স্বার্থের দ্বন্দ্ব?
দিন থেকে আলো খসতেই ঘরমুখো পাখি
রাত থেকে অন্ধকার ঝরতেই আশা নামের অলীক;
সব ভণ্ডুলের মূলে অর্থ।
কি?
শুনতে পাচ্ছি না, জোরে বল;
অনর্থ?
কি জানি? হবে হয়তো!
আমি তো দিন থেকে রাত খসে যেতে দেখি
আর রাত থেকে দিন,
সময় উড়ে যায় পাখির ডানায়;
আর মরে যায় সম্পর্ক
খুব সহজেই
হরহামেশায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন