তুই কোথায়
- যাযাবর জীবন
একদিন, দুইদিন, তিনদিন
খুব বেশি হলে সাত দিন
তারপর অস্থির;
এক পক্ষ কাল!
কখনো হয়েছে কি?
এখন তোকে খুঁজে পাচ্ছি না, মাসব্যাপী;
কোথায় আছিস? কেমন আছিস?
মন অস্থির।
কতগুলো ফোন
কতগুলো মেসেজ
Viber
বার্তাগুলো পড়েছিস কি?
নাকি আমি কি করছি উঁকি দিয়ে দেখছিস?
অস্থির
অস্থির
বড্ড অস্থির।
তুই কোথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন