মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

তুই কোথায়



তুই কোথায়
- যাযাবর জীবন

একদিন, দুইদিন, তিনদিন
খুব বেশি হলে সাত দিন
তারপর অস্থির;
এক পক্ষ কাল!
কখনো হয়েছে কি?
এখন তোকে খুঁজে পাচ্ছি না, মাসব্যাপী;
কোথায় আছিস? কেমন আছিস?
মন অস্থির।

কতগুলো ফোন
কতগুলো মেসেজ
WhatsAPP
Viber
বার্তাগুলো পড়েছিস কি?
নাকি আমি কি করছি উঁকি দিয়ে দেখছিস?
অস্থির
অস্থির
বড্ড অস্থির।

তুই কোথায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন