স্বপ্নে এখানে ওখানে
- যাযাবর জীবন
আমার এখানে মধ্য দুপুর
চিড়বিড়ে রোদ আকাশে
বাদাম ভাঁজা আমি
মন ডুবে তোর ঠোঁট ছুঁতেই
রোদ জ্যোৎস্না;
ওখানে তোর মাঝ রাত
কালো ওড়নায় কি আর মন ঢাকা যায়?
ঘুম আসছে না বুঝি?
চলে আয় মন ডুবে
পাখি হয়ে;
সন্ধ্যে হলেই তো পাখিদের ঘর ফেরা
আমাদের ঘর?
অন্ধকারে।
একবার না হয় উড়াল দেব স্বপ্ন ডানায়
চাঁদের দেশে;
পাখায় জ্যোৎস্না মেখে
দুজন এক সাথে;
অনেকটা পথ কিন্তু!
তুই ক্লান্ত হলে একটু ঘুমিয়ে নিস আমার বুকে
আমি না হয় ক্লান্তি মুছে নেব তোর আদর আঁচলে;
স্বপ্ন দেখায় দোষ কোথায়?
দুজন যখন দু ভুবনে;
একটু কি ঠাণ্ডা হাওয়া লাগছে মনে?
আজ নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে তোর ওখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন