মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

রাতের গল্প



রাতের গল্প
- যাযাবর জীবন

রাতের গল্প অনেক;
চির চেনা অন্ধকার
সবাই চেনে জ্যোৎস্না আর চাঁদ
মিটিমিটি তারা আর জোনাক
কিংবা সাগরে জ্বলে ওঠা ফসফরাস;
কোথাও কামে রঙিন হয় রাত
কোথাও যৌবনের বেচাকেনার হাট
কারো বা ফুলশয্যা
আর দাম্পত্যের নিত্য বিছানা গাঁথা;
এটা, ওটা, আরও কত কি?
সন্ধ্যে বেলায় পাখিদের ঘরে ফেরা থেকে শুরু করে
ভোরের পাখিদের কিচিমিচি,
পুরোটাই তো রাতের গল্প;

কালোর গল্প জানে কে?
আমার কোন গল্প নেই,
আমি মিশমিশে কালো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন