শনিবার, ১০ জুন, ২০১৭

চাঁদনির ফাঁদে



চাঁদনির ফাঁদে
- যাযাবর জীবন

অন্ধকার নিভতেই ঝড়
তুই জ্যোৎস্নাবাতি জ্বেলে

আকাশে কোন গান নেই
অমাবস্যা পূর্ণিমা মনের রঙে
অনুভূতি কাটে সময়ের ব্লেডে
মস্তিষ্ক ভাজা মন মাখনে
ম ম গন্ধে নাচে হায়েনার দল

রাতে সূর্যটার বড্ড হাঁসফাঁস দশা
দিনে চাঁদের
সময়ে আমার
অসময়ে তোর

রাত টপকে যেতেই বার টপকে ভোর
সময় গড়ায় দিনে মন রাত্রি তোর

আমি তো কবেই চাঁদ হয়েছি
চাঁদনি দেখবো বলে
তুইই বড্ড অন্ধকার, আসক্তির বেড়াজালে;

একটা বার ভোর হয়ে দেখ
আমার চাঁদে;

কোথায় জানি ঝড় হচ্ছে,
আমি চাঁদনির ফাঁদে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন