অসভ্য মন
- যাযাবর জীবন
রোদ তাপায় গরম
বৃষ্টি ভেজায় কদম
বুক থেকে নাভি বেয়ে নেমে যাচ্ছে নৌকো
হাল না ধরলে অথৈ জলে
গরম ডুবছে
নরম কুয়ো
ঘাম ঝরানোর মহোৎসব
নুন ঝরানো প্রেমে
ডুবুরী অথৈ তলে
কখনো কখনও মন অসভ্য বেয়ারা
নৌকোনাভি বেয়ে
আর ঘন বৃষ্টিতে
প্রেমের কামস্নান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন