শনিবার, ৩ জুন, ২০১৭

সম্পর্কের সাদা-কালো




সম্পর্কের সাদা-কালো
- যাযাবর জীবন

সম্পর্কের উঠোন পাড়ি দিয়ে আসতে পারলে তবেই আমার ঘর,
তুই ভালোবাসা রোদে ভেজাস
চাঁদে কান্না শুখাস
আমি সবার পর;

কেন ঘ্রাণ নিতে এত ব্যাকুলতা তোর?
আমার বাসি বুকে;

এখানে কোন গান নেই
কবিতা নেই
আমার বুকের ঘাসে;

তুই সম্পর্ক বুনে যাস ভালোবাসার সুঁইয়ে
আমি নিঃস্পৃহতা বুনে যাই ঘৃণার মাঠ জুড়ে;

অন্ধকারের সাথে কি জ্যোৎস্নার মিলন হয়?
প্রেমের সুবাস সুধুই চাঁদে;

আমি সম্পর্কের অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছি, রাত হয়ে;
এবার তুই আলো হ, নিশ্চিন্তে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন