বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

মন খারাপের কারণ




মন খারাপের কারণ
- যাযাবর জীবন

দিন মেঘলা, মন কেমন কেমন
টিপ টিপ মন ঝরে, যখন তখন
শরীর ও মন
ভিজে দুজন;
ঝুম বৃষ্টি তোর বর্ষা বিলাস
আমার মন খারাপের কারণ।

ভেজা কদম
তোর বড্ড পছন্দের
ভেজা আমি
আমার খুব অপছন্দের,
তবুও ভিজে যাই বৃষ্টিতে প্রতিবার
আকাশ ঝরলেই;
কিংবা তুই, আমার বুকে।

কখনো কখনো দিনেরও অসভ্য হতে ইচ্ছে করে
মেঘের কাপড় খুলে,
বৃষ্টি জড়িয়ে থাকতে কদিন আর ভালো লাগে?
দিনের
রাতের
শরীরের
মনের;
কে বলেছে দিনের সূর্যস্নান বারণ?
মেঘলা আকাশ
যতসব মন খারাপের কারণ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন