শনিবার, ২৪ জুন, ২০১৭

দর্শক



দর্শক
- যাযাবর জীবন

কাওকে কাওকে অনেক দূর থেকে দেখা যায়
আমি নিচু হয়ে থাকি আরও ছোট হয়ে,
কেও কেও অন্ধকারেও জ্বলে
আমি ঠেলে ঢুকে যাই গভীর অন্ধকারে,
কারো কারো আশেপাশে প্রচণ্ড ঘ্রাণ থাকে, মাদকতায় ভরা
আমার বড্ড ঘ্রাণে এলার্জি,
কেও কেও নিজের ঢাক বাজানো শুরু করলে আর থামতেই চায় না
আমি তো সেই কবে থেকেই বধির।

আমি শুধুই দেখে যাই শব চোখে,
মানুষ ও পশু
অহংকার ও পতন
লোভ আর ক্ষয়
পাপ আর ভয়
আলো অন্ধকার
সাদা কালো
স্বার্থ আর সম্পর্কের ভাঙাগড়া
জীবনের উত্থান আর পতন;

বাড়ানো হাত দেখলেই বড্ড ভয় লাগে আমার,
আমি সম্পর্ক থেকে যোজন দূরে।

মাঝে মাঝে কিছু অনুভূতি বিষাক্ত সাপ হয়ে যায়
ছোবল দেয় মস্তিষ্কে অসহ্য বেদনায়
বুকের ক্যানভাস লাল হয়
এলেবেলে বক্ররেখায় কিছু শব্দ আঁকা হয় সাদা খাতায়;

একে কি কবিতা বলে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন