রবিবার, ২৫ জুন, ২০১৭

শেকড়



শেকড়
- যাযাবর জীবন

ঘরে ফিরেছে মনুষ্য সকল
নিজস্ব ঘর
অনেক দিন পর,
শহর জোড়া মরুভূমি;

এই তো বছরে এক আধ বার
তিন পাঁচ বা সাত দিনের জন্য
তারপর তো আবার হাঁসফাঁস কুব্জ ন্যুব্জ,
মানুষের চাপে
জীবনের চাপে;

পদদলিত হতে কার ভালো লাগে?
শহরেরও জীবন আছে।

মানুষই শহর গড়ে
জীবনের তরে;
শেকড়!
ছায়া সুনিবিড় গাঁয়ের পরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন