ঘুমঘরে ঘুম হয়ে
- যাযাবর জীবন
একদিন আর ঘুম ভাংবে না
একদিন আর উঠব না ঘুম থেকে;
সেদিনও সূর্য উঠবে, উঠব না আমি
সেদিনও চন্দ্র ডুববে, ডুবে যাব ঘুমে
সেদিন বাতাস বইবে, পাখি ডাকবে
তোমরা তোমরা ডাকবে আমায়
আকুল হয়ে, ব্যাকুল হয়ে
আমি তখন গভীর ঘুমে,
ঘুমঘরে ঘুম হয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন