চশমার গণ্ডগোল
- যাযাবর জীবন
ইদানীং সব কেমন ঝাপসা দেখায়
হয়তো পাওয়ারে গণ্ডগোল আমার চশমায়;
তোমাদের সারাদিন সিয়াম সাধনা
তারা অভুক্তই থাকে খাদ্যাভাবে;
দেখেছ তাদের?
ইফতারির বাজার বড্ড রমরমা
দূর থেকে তাকিয়ে থাকে তারা;
চোখে পড়েছে কি তোমাদের?
তোমাদের প্রায় রাতেই সেহরি ফ্যষ্টিভাল
তাদের পেটে নাচে ক্ষুধার ছুঁচোদল;
ধ্যাত! এ কি চোখে দেখার?
চাঁদরুটি নিয়ে কত কাব্য তোমাদের!
একটা রুটির জন্য সংগ্রাম তাদের;
দেখেছ কখনো?
ঘোলা কাঁচে বড্ড ঝাপসা দেখি ইদানীং
চশমার পাওয়ারটা না বদলালেই নয়,
আমিও তোমাদের মত দেখতে চাই
তোমাদেরই দৃষ্টিতে, অন্ধ হয়ে;
কোথায় ভালো চোখের ডাক্তার বসে, জানো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন