চল রিক্সায় ভিজি
- যাযাবর জীবন
বৃষ্টি হলেই রিক্সা
রিক্সা হলে দুজন
দুজন হলে হুড
পর্দা লাগেই তখন;
বৃষ্টি মানেই ভেজা ভেজা
মনে মনে দুজন
রিক্সায় হলে তো কথাই নেই
গায়ে গায়ে আপন;
ঝুম বৃষ্টি বাইরে
চল রিক্সায় ভিজি
ঠাণ্ডা লাগছে? আচ্ছা ঠিক আছে
পর্দার আড়াল খুঁজি;
কি? আড়াল চাই না?
তবে ঠোঁটে ঠোঁট খুঁজি!
চল রিক্সায় ভিজি
চল ভিজি বৃষ্টিতে
পাশাপাশি বসে
দুজন দুজনে ডুবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন