শনিবার, ১৭ জুন, ২০১৭

ভুলপোকা


ভুলপোকা
- যাযাবর জীবন

পেছন তাকাই
ভুলগুলো কথা বলে
ভুলপোকা মস্তিষ্ক কুড়ে;

তখন সব শুদ্ধ ছিল;
যৌবনে কে আর পাপ পুণ্যের হিসেব কষে?
আজ বড্ড অনুশোচনা।

যদি টুপ করে ডুব দেয়া যেত অতীত বলয়ে!
নিশ্চয়ই ভালোবাসা ছুঁড়ে দিতাম মন থেকে
কিংবা তোকে;
রাবার ঘষে মন মোছা যায়?

কেও সুদ্ধ হতে চায় অনুশোচনায় পুড়ে
কেও স্বপ্নে পোড়ে মন পুড়িয়ে,
কারো কারো বাস তো শুধুই অতীতে
স্বপ্নালু মনে স্বপ্ন ধরে,
যেমন তুই।

আমি পুড়তে পুড়তে বর্তমান,
স্বপ্নের মুখোশ খুলে রোদে চোখ মেললেই
পুড়ে যাই পাপে।

চল অতীত খুলে বর্তমান হয়ে যাই
কাল ভুলে আজ,
চল বদলে নেই অতীত
বদলে নেই আমাদের অবস্থান
চল বদলে যাই এবার
দুজনে
অনুতাপের ভাপে।

মানুষই তো বদলায়,
ভুলপোকা মন কুড়লে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন