বুধবার, ২১ জুন, ২০১৭

ইচ্ছের শব




ইচ্ছের শব
- যাযাবর জীবন

ইচ্ছে হলেই মন
যখন তখন
খামখেয়ালির আলো আঁধার
ইচ্ছে মতন;

মন বাতিটা ছুঁয়ে দেখ
কত কত বিনিদ্র রাত
আর রাত চুয়ানো কান্না,
ভাগ্যিস কিছু রাত ছিল কুয়াশার
কিছু রাত বৃষ্টির
আর বাকিগুলো অমাবস্যার,
তুই আমাকে শুধু জ্যোৎস্নাতেই চেয়েছিস;

ভালোবাসতে হলে তো কিছু আলো লাগেই,
তাই না?
তারপর তো পুরোটাই কান্না।

ঐ তো পড়ে আছে ইচ্ছের শব
মানুষের অবয়ব;
ভালোবেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন