শুক্রবার, ১৬ জুন, ২০১৭

বোঝা আর না বোঝা



বোঝা আর না বোঝা
- যাযাবর জীবন

কান পাতিস না বুকে
এখানে গান নেই কোন
তুই বেদনা খুঁজিস কৃষ্ণচূড়ার লালে
আমি মেতে আছি জারুল নীলে

ধান চাতালে আমন সোঁদা গন্ধ
অভিমান পোড়ে মন জমিনে
তুই ভালোবাসার গন্ধ শুঁকিস বুকের চাতালে
আমি মাতোয়ারা মাটির ঘ্রাণে

কিছু জলডুব পানকৌড়ির
কিছু মনডুব তোর
আমি তো কবেই ডুবেছি তো'তে
শুধু বোঝা হলো না তোর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন