রবিবার, ২৫ জুন, ২০১৭

পুড়ে যাওয়া


পুড়ে যাওয়া
- যাযাবর জীবন


রোদ পুড়ছে তাপে
মাটি পুড়ছে ভাপে
তুই আমাতে
আমি তাতে
সে ওতে;

প্রেম শুধুই পোড়ায়
সূর্যের রাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন