রবিবার, ১৯ জুলাই, ২০২০

সম্পর্কের কথোকথা

কতরকম সম্পর্কই তো থাকে! 

কিছু সম্পর্ক রক্তের
- কোন কারণে ছিঁড়তে চাইলেও অদ্ভুতভাবে লেগে থাকে রক্তে  

কিছু সম্পর্ক বন্ধুত্বের
 - কখনো মধুর কখনো সুদূর 

কিছু সম্পর্ক ভালোবাসার
 - টিকে গেলে লেপ্টে থাকে আর নয়তো ঘৃণা 

কিছু সম্পর্ক থাকে টাকার 
 - অনুভবে না থাকলেও এরা থাকে ছড়িয়ে ছিটিয়ে   

কিছু সম্পর্ক শুধুই নামে 
 - এই তো মুখচেনা, প্রতিবেশী, কিংবা মহল্লা-বাসী 

তবে সব সম্পর্কেই জড়িয়ে আছে কিছু না কিছু স্বার্থ;

এই সম্পর্কগুলো বড্ড অদ্ভুত 
কোনটা হাসায় কোনটা বা কাঁদায়
কখনো কাছে আসে কখনো দূরে সরে যায় 
ভালোবাসায় ভাসায় আবার ক্ষরণে ডোবায়; 

একটা সম্পর্ক কিন্তু আছে একদমই অন্যরকম  
 - তোর আর আমার সম্পর্ক; 

এতে ভালোবাসা আছে, আছে বন্ধুত্ব 
আছে নির্ভরতা আছে বিশ্বাস  
এটার পুরোটাই অনুভূতি, আর কিছু স্পর্শ 
এ সম্পর্কের শেকড় অনেক গভীরে অথচ ভালোবাসা নিঃস্বার্থ 
তোমরা সবাই সম্পর্কটাকে চেনো 
নাম তার দাম্পত্য। 


২৮ জুন, ২০২০ 

#কবিতা 
সম্পর্কের কথোকথা 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন