কি জানি একটা কথা বলতে চেয়েছিলাম তোকে,
জরুরী একটা কথা;
তোর চোখের দিকে চেয়ে থাকতে থাকতে ভুলে গেলাম সে কথা
আর কথাগুলো হারিয়ে গেলো কথাদের ভিড়ে
আসলে যখন আমাদের দেখা হয় তুই কথা বলতে থাকিস
আমি তোর চোখ চেয়ে থাকি, তোকে দেখতে থাকি
আর তোকে দেখতে দেখতে ভুলে যাই আমার যত কথা,
তোকে দেখতেই কথাগুলো হারিয়ে যায় কথাদের ভিড়ে
বলা হয় না কোন জরুরী কথা,
তুই বলেই যাস আর আমি শুনেই যায় তোর যত কথোকথা;
আচ্ছা! কখনো কি বলেছি? - 'ভালোবাসি তোকে'
দেখ! কথায় কথায়, কথার খেই হারিয়ে ভালোবাসার কথাটাই বলা হলো না।
৩০ নভেম্বর, ২০২০
#কবিতা
না বলা কথা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন