রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

বোধোদয়



বোধোদয়
- যাযাবর জীবন

প্রেমের লুকোচুরি শরীরের টুংটাং
প্রেম ছাপিয়ে মাথায় কাম
শরীরের মধু চাখতেই ভাবাবেগ
বাবা-মা আত্মীয়-স্বজন সব বিষ
প্রেমে বাধ সাধে যদি উনিশ আর বিশ;

ছেলেমানুষি ভাবাবেগে গড়ে ওঠে প্রেমের বাসর
কিছুদিন হাসি-খেলায় মধুচন্দ্রিমা
তারপর হাঁড়িকুঁড়ি
ধীরে ধীরে ঝাড়ুর আগায় চিনামাটির ভাঙা বাসন
বিছানায় কোল বালিশের বিভাজন,
অভাবের তারস্বরে কাক উড়ে যায়
অথচ কি সুন্দর একটা ইনিংসের গোড়াপত্তন হয়েছিল
প্রেমের খেলায়;

অর্থ সকল অনর্থের মূল
ক্ষুধায় প্রেম নাশ
সম্পর্কের সর্বনাশ;

মাথার ওপরকার চাল অভাবে ফুটো হলে
ঝমঝম অনর্থ বৃষ্টি
অনর্থে ভিজে হিমাঙ্কের নীচে প্রেম
দাম্পত্যের অনাসৃষ্টি;

পেটে দুমুঠো পড়লে তবেই না মধুচন্দ্রিমা
আর নয়তো চাঁদ কেবলই ক্ষিদের রুটি,
প্রেমের শবে ম ম দুর্গন্ধ
অর্থের সুগন্ধে,
অপরিপক্ব প্রেম শুধুই ছেলেমানুষি;
বোধোদয় বিভাজনের পরে।






শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

না এর অভিমান


না এর অভিমান
- যাযাবর জীবন

এক অক্ষরের 'না'
একটা মাত্র শব্দ
অথচ পুরো একটা বাক্য,

'না' কথাটা শুনতে কতই না সহজ,
অথচ কি বিশাল তার ব্যপ্তি;
'না' বলার বুকচেরা বেদনা বোঝে কজনা?

অনেক দিন অনেক ভাবে
'না' মন্ত্র জপ করে গিয়েছি তোর কানে,
সহজ শব্দটা সহজ করে
কখনো কঠিন হয়ে
প্রায়ঃশই বিরক্ত হয়ে,
তোকে বোঝাতে না পারার অক্ষমতায় শেষমেশ
নিজেই চলে গিয়েছি অনেক দূরে,
তোর থেকে;
একটা শব্দই বোঝাতে চেয়েছিলাম তোকে - 'না'।

এখনো 'না' না বুঝেই রাতগুলোও অভিমান করে মাঝে মাঝে,
তোর মত;
আমি ভোর দিয়ে রাত ঢেকে যাই ক্রমাগত।




শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

অবলোকন



অবলোকন
- যাযাবর জীবন

সূর্যটা চলে গেলো
অভিমানে সন্ধ্যা বেলা,
চাঁদটাও মুখ লুকোল
মন খারাপের মেঘের মেলা;

আমি প্রস্থান দেখি
দিনের ও সূর্যের
রাতের ও চাঁদের
আর তোর
তার
ওর;
আমার কাছে সবই ঘুরেফিরে সকাল
আর
ঘুরেফিরে ভোর।




লিখন




লিখন
- যাযাবর জীবন

আমি প্রেম লিখে যাই
নীল কিংবা বিষে
তুই ভালোবাসায় ভাসিস
প্রতি চন্দ্র মাসে;

আমার লেখা আর তোর অনুভবের মাঝে ফারাক অনেক
তবুও আমরা মরি ও বাঁচি
প্রতিদিন ভালোবেসে।


বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

সম্পর্কের দ্বৈরথ


সম্পর্কের দ্বৈরথ
- যাযাবর জীবন

সময় চাকা গড়িয়ে যায়
আমি পিছু পিছু
জীবন থেকে কুড়িয়ে যাই
অভিজ্ঞতা কিছু;

মানুষ থেকে ঘৃণা কুড়াই
স্বার্থ যখন গায়
চোখের থেকে লবণ কুড়াই
ভালোবাসার নায়;

সম্পর্ক গড়িয়ে দিতেই
হাজার তার পথ
সময় গড়াতেই কান্না কুড়াই
সম্পর্কের দ্বৈরথ।





মতান্তরে বন্ধুত্ব


মতান্তরে বন্ধুত্ব
- যাযাবর জীবন

লিঙ্গান্তরে মতান্তর
বন্ধুত্বের ধর্ষণ দেখি হরহামেশাই;

বন্ধুত্বে প্রেমের ভুত চাপলে
বোধের গাছ মাটিতে
বন্ধুত্ব টিকে কিসে?
বোবা চোখে ভাঙন দেখে যাই;

তোর আগমনেই বিদায় নিয়েছিল বন্ধুত্ব,
হে প্রেম!
বন্ধু কোথায় পাই?




মেঘ মন




মেঘ মন
- যাযাবর জীবন

তুই কথা বললেই শব্দের ঝুনঝুন
হাসি'তে চুড়ির রিনঝিন
কান্নায় বৃষ্টি ঝুম;

অনেক দিন দেখা হয় নি তোর সাথে
কথা হয় নি চোখে চোখ রেখে,
চলে আায় বাবুই বাসায়
দোল খাই খোলা বাতাসে,
তারপর না হয় একই কাপে চা
দুজনার ঠোঁট চুমুকে
দুপুর রোদে স্বপ্ন চোখে;

মনেরও তো কখনো কখনো আকাশ হতে ইচ্ছে করে
কিংবা মেঘ,
চল উড়ে যাই পাখিডানায় নীলাকাশে
চল ভেসে যাই স্বপ্ন দেশে।




বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

হামবড়া রাজা




হামবড়া রাজা
- যাযাবর জীবন

আমি ভাই অন্যরকম
সবার থেকে আলাদা
আমার রাজ্যে আমিই রাজা,
ভাবের রাজা।

আমার রাজ্য কি জান?
আট বাই আট পলিথিন মোড়া
ছাঁদ ফুটো টিনের ঘর
অহংকারে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন
সব করেছি পর,
কোষাগার বোঝাই আমার ছেঁড়া পকেট সম্বল
রাজ্যের বিশাল সৈন্যবাহিনী মশা আর তেলাপোকার দল
সেনাপতি কিন্তু মহাশয় ইঁদুর মশাই
আমার রাজ্য, আমিই রাজা,
ভাব মেরে যাই;

আমার এ রাজ্যের উত্থানের কাহিনী জান?
তোমরা'তো শুধুই আমার হামবড়া ভাব মান,
একদা আমিও ফকির ছিলাম বাপের ছাঁদ-ওয়ালা কুটিরে শুয়ে
এখন রাজা হয়েছি ভাবের রাজ্যে, হামবড়া ভাব ধুয়ে;

আমি সত্যিই অন্যরকম ভাই
সবার চেয়ে আলাদা তাই
ছেঁড়া কাঁথায় স্বপ্নে চাঁদ-রুটি খাই
আমি কি হনু রে! ভাব দেখাই;

অহংকারীর পতন দেখেছ?
আমাকে দেখ
কিংবা আয়না;


আমার হামবড়া রাজ্যে
আমি হামবড়া রাজা।





কাঁচের সম্পর্ক


কাঁচের সম্পর্ক
- যাযাবর জীবন

ভেঙে যাওয়া কাঁচ ও সম্পর্ক
দুটোই ক্ষতিকর;
একটায় শরীর কাটে
আরেকটায় মন,
রক্তাক্ত যখন তখন।


সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

দেনা-পাওনার ঘাট



দেনা-পাওনার ঘাট
- যাযাবর জীবন

সাধ ও সাধ্যের ফারাক অনেক
ফারাক চাওয়া ও পাওয়ার মাঝে
দেয়ার কি কোন সীমা আছে?
জল ঢেলে মরুভূমির তৃষ্ণা মিটিয়েছিল কে কবে?

তবুও সাধ্য অনুযায়ী সাধের সমন্বয় করে যাই
দিনরাত এক করে
মাথার ঘাম পায়ে ফেলে
গতর খেঁটে ও মাথা বেঁচে
মানুষ ও অমানুষ হয়ে
শুধু প্রিয় মুখগুলোর ঠোঁটে হাসি দেখব বলে;
পেটে আর কতটুকু ধরে? চোখের ক্ষুধা মিটেছিল কার কবে?

একসময় পাহাড়-প্রমাণ চাহিদার চাপে ডুবে যাব অন্ধকার অথৈ তলে
খুব প্রিয় মুখগুলোর গোমরা মুখে, জানি সেদিনও আক্ষেপ রবে
শালার বাপটা,
অসভ্য ভাইটা,
দায়িত্বজ্ঞানহীন ছেলেটা
টেঁসে গেল,
কিছুই না করে
কিছুই না দিয়ে;

স্বার্থ ছাড়া কেই বা দু-ফোঁটা চোখের জল ফেলে?
দেনা পাওনার জীবন ঘাটে।



সম্পর্ক সাধন


সম্পর্ক সাধন
- যাযাবর জীবন

বাবা-মা, ভাই-বোন
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
সব সম্পর্কই মধুর
না যদি থাকে, মাঝে স্বার্থ;

অর্থ!!!
সম্পর্কের ধরণ
সম্পর্ক সাধন
পুরোটাই অনর্থ।


বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

শব্দের জলসিঁড়ি


শব্দের জলসিঁড়ি
- যাযাবর জীবন

এলোমেলো শব্দের জলসিঁড়ি বেয়ে তোর কাছে পৌঁছানোর আগেই
কবিতা হয়ে গিয়েছিস তুই অন্য কারো;
আমি তুলি হাতে খালি ক্যানভাসে জল বুলিয়ে যাই
তুই পাহাড়ি ঝর্ণা থেকে মহাসাগরের ঢেউ
নৌকোর সাধ্য কোথায় পাহাড় বাওয়ার?
কিংবা আমার, তোতে ডুবার?
ডিঙির ভাঙা দাঁড় যখন তোর পায়ের কাছে
আমার শরীরের গন্ধ তখন মুছে গেছে,
লবণ জলে।

একটুকরো পচা কাঠ কে আর ঘরে সাজিয়ে রাখে?
মাটি মিশতে মিশতে মাটি হয়, মাটিতে।

আমি শব্দের ভুল সিঁড়ি বেয়ে যাই,
একা একা।





তাঁবেদার



তাঁবেদার
- যাযাবর জীবন


ক্ষুধা লাগলে কুকুর তো ঘেউঘেউ করবেই
কিংবা বিড়াল মিউমিউ,
পাখি কিচিমিচি করে মনের আনন্দে
নদী কলকল ছলছল;

নারীর ঝগড়ার কারণ লাগে না
চুলবুলে মুখে বকে যায় সুখে
মুখবুজে কানপেতে শুনে যাও তো ভালো
আর নয়তো বেটা তুই স্বার্থপর;

নারীর হ্যাঁ'তে হ্যাঁ মিলাও
না তে না
দাঁড়াতে বললে কখনো বসো না,
ভুলে শুয়ে পড়েছ? মরেছ;
তুই বেটা স্বামী না মানব
তুই বেটা প্রেমি না দানব
তুই বন্ধুত্বের যোগ্যই না, বেটা স্বার্থপর;

পুরুষের আবার কাজ কি?
নারীর তাঁবেদারি;
তোমার কাজ আছে?
তবে তো তুমি শুধুই মানুষ;

নারী প্রেমিক চায়
কিংবা স্বামী
নিদেন পক্ষে একজন বন্ধু
গৃহপালিত হতে হবে কিন্তু;
আর নয়তো দূরে গিয়ে মর
বেটা বদের বদ, স্বার্থপর।

বদভ্যাসের দাস



বদভ্যাসের দাস
- যাযাবর জীবন


পেছনে তাকানো মানুষের অভ্যাস,
উঁহু, বদভ্যাস;
কি আছে পেছনে?
আহা! আহা‍! আমার পেছনে কেন?
নিজের পেছনও দেখা যায়, তাকালে আয়নায়;

গন্ধ?
সে তো সবার পেছনেই;
সুবাস খোঁজে বোকার হদ্দ।

আমি বদভ্যাসের দাস।



অপেক্ষায়




অপেক্ষায়
- যাযাবর জীবন


সূর্যের মত একদিন মৃত্যুও উঠে আসবে
ঐ দূর আকাশ থেকে
অপেক্ষায় আমি...............


ছেঁড়া



ছেঁড়া
- যাযাবর জীবন


রশি ছিড়বেই, টানাটানির আধিক্যে,
আমি সম্পর্ক ছিড়তে দেখেছি।


ঠেসাঠেসি



ঠেসাঠেসি
- যাযাবর জীবন

কথায় কথায় ঠেস মারা কারো কারো স্বভাব
একবার প্রতিদান দিয়েছ? তুমি তো চরম খারাপ;

ব্যাপক আনন্দ ঠেস মারায়
চরম বিরক্তি ঠেস খাওয়ায়;

তবুও আমরা প্রতিনিয়ত ঠেসাঠেসিতে রই মেতে
সম্পর্ক হারিয়ে গেল, না জীবন; কি এসে যায় তাতে?


ব্যথার দাস



ব্যথার দাস
- যাযাবর জীবন

ব্যথার সাথে বসবাস
ব্যথার সাথেই সহবাস
ব্যথাই ব্যথার সর্বনাশ
তোর ও আমার
মন ও শরীরের;

শরীর দিয়েছি তোকে
মন কোথায় আমার দাস?
ব্যথা ব্যথার দাস
ব্যথায় ব্যথার সর্বনাশ।


শরীর কথন



শরীর কথন
- যাযাবর জীবন

ভালোবাসা চুমু খেতেই মন পুড়েছিল কামে
প্রেম করেছিলি তুই, ঠোঁট পুড়েছিল আমার;

শরীর কেন কথা বলে প্রেমে?


সম্পর্ক, অর্থের পরিমাপে



সম্পর্ক, অর্থের পরিমাপে
- যাযাবর জীবন

বাবা মা ভাই বোন
রক্তের সম্পর্ক
স্বার্থের বন্ধন,
স্ত্রী সন্তান পরিজন
রক্তের সম্পর্ক
স্বার্থের বন্ধন,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
লৌকিক সম্পর্ক
স্বার্থের বন্ধন;

অর্থের পরিমাপে সম্পর্ক
এটাই সত্য, নগ্ন সত্য।



টাকা টাকা



টাকা টাকা
- যাযবর জীবন

স্বার্থের মায়াকান্না অর্থের টঙ্কার
মনুষ্যত্ব বইয়ের পাতায়,
সম্পর্ক কোথায়?
টাকার গোছায়।


দানবীয় ইচ্ছা




দানবীয় ইচ্ছা
- যাযবর জীবন

নতুন বছর অনেক দেখিয়েছে,
স্বার্থের রূপ
লোভের চেহারা
আয়নার ওপারের অন্ধকার;
নতুন বছর অনেক দিয়েছে,
অবিশ্বাস
ঘৃণা
সম্পর্কের ভাঙন
আর মানুষের ভেতরের আঁধার;
খুব ইচ্ছে করে
প্রকৃতির রূপান্তরের সাথে সাথে
বদলে ফেলি নিজেকে,
আমারও তো
ক্ষুধা আছে
কাম আছে
লোভ আছে
লালসা আছে;
এক এক সময় খুব ইচ্ছে করে দানব হতে।


রূপান্তরিত দানব



রূপান্তরিত দানব
- যাযবর জীবন

আকাশ অন্ধকার শুধু রাতে
মানুষ অন্ধ দিনে-রাতে
স্বার্থে, লোভে, পাপে;
তোমরা শুধুই মানব
আমি রূপান্তরিত দানব
স্বার্থে, লোভে, পাপে।



ঘাস




ঘাস
- যাযাবর জীবন

মাটি, মাটি হবে একদিন
মাটিতে মিশে
তুই ঘাস বুনে যাস
কবরে এসে.........


মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

বাসন্তী


বাসন্তী
- যাযাবর জীবন

মন বাসন্তী,

আজ নিদ্রালু তপ্ত রাত
চল ঘুরে আসি
মন বনে
চুপিচুপি সংগোপনে
হাতে হাতে
চোখে চোখে
মনে মনে
দুজনে;

প্রচণ্ড গরম পরেছে আজ
তবুও তোর চিরায়ত রঙিন সাজ,
রাত্রি প্রায় দ্বিপ্রহর
বড্ড কষ্ট হচ্ছে আমার জেগে থাকতে
তবু ঘাম ঘাম শরীরে ঘুম ঘুম চোখে
দেখছি তোকে রঙিন সাজে
ঘন অন্ধকারে;

অন্ধকারে তাকিয়ে দেখেছিস কখনো?
আজ না হয় বুকের ওপর চিত শুয়ে আকাশ দেখ
রাতের আকাশ
ঘন কালো
একদম আমার ভেতরের রঙ
ছড়িয়ে গিয়েছে পুরোটা আকাশ জুড়ে
রাতের দ্বিপ্রহরে
তুই আমার বুকের পরে;

আজ না হয় দেখলিই আমার কালো
শুধুমাত্র রাতটুকুই তো
তারপর সকালের সূর্য চোখ চুমতেই স্বপ্ন মিলিয়ে যাবে
পুরনো উচ্ছলতায় তুই তোর ঘরে
আমি না হয় আরেকটু গুটিয়ে,
মনের ঘরে;

স্বপ্নগুলো বড্ড কাঁদায়,
না রে?



রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

একটা তুই আর একটা আমি'র গল্প


একটা তুই আর একটা আমি'র গল্প
- যাযাবর জীবন

একটা আমি একটা তুই
সারারাত অনেক গল্প
সুখের সময় উড়াল ডানায়
একটা জীবন খুব অল্প;

একটা রাত তুই আমার
একটা চাঁদ মন হারাবার
একটা ভুলে অনেক কান্না
চোখের জল তোর হীরে-পান্না;

একটাই জীবন আমার
অনেক তোকে ভালোবাসার
এক জীবনে তুই আমার
আগলে বুকে ভালোবাসার।




শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

অনুভূতি যার যার



অনুভূতি যার যার
- যাযাবর জীবন

খুব সহজেই কাছে টানে কেও
খুব সহজেই ছুঁড়ে ফেলে দূরে
অস্থির মনের অস্থির প্রকাশ
কারো অস্থিরতা ঘুরে ঘুরে;

খুব সহজে কি কাছে টানা যায়?
মনের ভেতর মনের ঘরে
মানুষ মাত্রই হারিয়ে যায়
দূরে সরে গিয়ে কিংবা মরে;

মনের রঙ আকাশ রঙা
সময় ভেদে নীল আর কালো
অস্থিরতা রঙ হারা
বেদনার রঙ গভীর কালো;

কেও দূরে থেকে মনেতে থাকে
খুব কাছে থেকেও কেও অনেক দূরে
রাগ অভিমান হাসি-কান্নার অনুভূতিগুলো
কারো প্রকাশ্যে, কারো মনের ঘরে।





বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

বৌ শাশুড়ি কড়চা


বৌ শাশুড়ি কড়চা
- যাযাবর জীবন

বৌ শাশুড়ি হাঁড়িকুঁড়ি
নিত্যদিনের আম আচারি;

জামাই শ্বশুর দেবর ননদ
সবার চোখে বৌ এর গলদ
শালা শালি শ্বশুর বাড়ি
জামাই বেটার মাথায় বাড়ি;

কালকের বৌ আজ শাশুড়ি
আজকের বৌ হবে শাশুড়ি
এক সাথে হাঁড়িকুঁড়ি, এক সাথে জীবন পাড়ি
তবুও দুজন, কেও কাওরে দেখতে নারি;

বৌ শাশুড়ির সারাজীবন, চুলাচুলি বস্রহরণ
নববর্ষের প্রথম দিন, ইলিশ পোলাও বর্ষবরণ।



নতুন বছর, পুরনো আমি



নতুন বছর, পুরনো আমি
- যাযাবর জীবন

বছরের চাকা ঘুরে নতুন বছর আসে
জীবন চাকায় ঘুরতে ঘুরতে পুরনো হই আমি,
নতুন করে গড়ে ওঠে কিছু বন্ধুত্ব
পুরনো হয় সম্পর্ক
জং পড়া, আমার মত;

কেও কেও তেল ঘষে সম্পর্কের জং ছাড়াতে যায়
চকচকে সম্পর্ক? সে শুধু মনের আয়নায়;
কেও বোঝে
কেও তেল ঘষে
আর খুব বুদ্ধিমানে ভেঙে ফেলে পুরনো সম্পর্ক
তোর মত;

আজ, কাল হয়ে যায় সূর্য ডুবতেই
বর্তমান হয়ে যায় অতীত প্রতিনিয়ত,
অতীত? সে তো পুরনোই
ঠিক আমার মত;
সে
তারা
ওরা
আর বাকি সবাই বুদ্ধিমান
তোর মত;
অতীত ছুঁড়ে ফেলে
পুরনো মুছে ফেলে
সম্পর্ক ঝেড়ে ফেলে;

বছর ঘুরতেই নতুন বছর আসে
পুরনো হয় মানুষ
পুরনো হয় সম্পর্ক
জীবন চলে জীবনের মত;

পুরনো আমি
জং পড়া সম্পর্কে তেল ঘষে যাই
অস্পষ্ট মনের আয়নায়।



হ্যাঁ তে না


হ্যাঁ তে না
- যাযাবর জীবন

কিছু কিছু মানুষ আছে
বন্ধু চায় না, সঙ্গী চায় না
চায় তাঁবেদার,
আবার এমন কেও কেও আছে
যাদের কাছে সম্পর্ক মূল্যহীন,
তারা শুধুই টাকার;

হ্যাঁ'তে হ্যাঁ মিলালে তো, তুমি মহান
তুমি প্রাণ পাখি, জানের জান,
কি? না করলে আমায়?
অসভ্য, বেয়াদব, শয়তান।


বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

বাঁকা নারী বাঁকা হাড়ে




বাঁকা হাড়ে বাঁকা নারী
- যাযাবর জীবন

সোজা কথা কবে বলেছিল বাঁকা নারী?
সৃষ্টিই যার পাঁজরের বাঁকা হাড়ে;
শরীরের বাঁকা বাঁক দেখিয়ে
শরীর জ্বালায় নারী, লোলুপ পুরুষেরে;

বাঁকা নারী মন বাঁকায় কারণে আর অকারণে
বাঁকা নারী শরীর বাঁকায় ছলে বলে কৌশলে
বাঁকা কথায় বোকা পুরুষের, কান জ্বলে মন জ্বলে।




মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

প্রেমচক্র



প্রেমচক্র
- যাযাবর জীবন

নরম রোদের সকাল শুরু প্রেমের প্রথম-পর্বে
ক্রমান্বয়ে অভিমানের কুয়াশা
রাগ, অনুরাগ, ভালোবাসা
তালপাকা ভাদ্র গরম রাগের দুপুর
অভিমান নেমে গেলে কান্না-পুকুর
বিকেলের কন্যা-সুন্দর আলোয় পরিণয়
ভালোবাসার জয় কিংবা ক্ষয়,
জ্যোৎস্নায় বাসর পরিণয়ের মধুমাস
অমাবস্যায় থালাবাসন ভাঙাভাঙি ঠাসঠাস
চাঁদের বারোমাস বিয়ের আঠারো মাস
প্রেমের সর্বনাশ;

প্রেমের দিনচক্র
বিয়ের রাতচক্র
যুগে যুগে চক্রাকারে বারোমাস।



দাম্পত্য মিলেমিশে



দাম্পত্য মিলেমিশে
- যাযাবর জীবন

দাম্পত্য মানে বিছানা নয়;
দাম্পত্য মানেই ভাগাভাগি
সময়
ভালোবাসা
অর্থ
হৃদয়
জীবন;

দাম্পত্য শুধু বিছানা নয়;
দাম্পত্য, জড়িয়ে থাকা অঙ্গাঙ্গী
শরীর ও হৃদয়ে
মনে ও জীবনে
ভালো ও খারাপে
মিলেমিশে মিলেমিশে
একসাথে দুজনে;

দুজনে মিলেমিশেই স্বামীস্ত্রী।


বদভ্যাস


বদভ্যাস
- যাযাবর জীবন

বদভ্যাস নাকি অভ্যাসের দাস
খাওয়া দাওয়া ঘুম কাম ছাড়াও কিছু অভ্যাস থাকে খাস
আমায় ভালোবাসা তোর নিত্যকার অভ্যাস
আর তুই আমার প্রহর প্রহরের বদভ্যাস।

মৃত পাথর


মৃত পাথর
- যাযাবর জীবন

পাথরের বুকে ধুকপুক;
কে বলেছে প্রেমিক জীবিত?

পাথর বোঝা যায় স্পর্শে।


মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

মনের মাঝে তুই



মনের মাঝে তুই
- যাযাবর জীবন

নানা রকম লেখায় আঁকি নানা রকম চরিত্র
বেশিরভাগ কাল্পনিক, কিছু তার সত্য
হরেক রঙের মানুষ আঁকি হরেক তাদের জীবন
স্বপ্নগুলো সাদাকালো, রংধনুতে সাত রং;

একটা মাত্র জীবন আমার, একটা মাত্র তুই
সারাক্ষণ মনের মাঝে, ঠোঁটে ঠোঁট ছুঁই
সকাল বিকেল রাত্রি ভোরে, বুকের ভেতর তুই
সাদা-কালো, ভালো-মন্দে, তোরই হয়ে রই।




খেলোয়াড়


খেলোয়াড়
- যাযাবর জীবন

একটি আকাশ, একটিই চাঁদ
কখনো তুই চাঁদনি কখনো অমাবস্যার রাত,
রঙ বদলে তোর থেকে বড় খেলোয়াড় আর কে আছে?
তুই সূর্য, তুই'ই চাঁদ।



ঠোঁটে ডুব



ঠোঁটে ডুব
- যাযাবর জীবন

সূর্য ডোবে প্রতিদিন
আমি ডুবি ঠোঁটে,
ঠোঁটে ডুবতেই ডুবে যাই তোতে;

ভেজাতে জুড়ি নেই তোর
চোখে কিংবা ঠোঁটে।


ভালোবাসার মধ্যরাত



ভালোবাসার মধ্যরাত
- যাযাবর জীবন

দুপুরের গরম কাটে নি এখনো
ভালোবাসা ছুঁয়ে দিয়েছে মধ্যরাত

কামাতুর শরীর বস্রহীন ঢলা বিকেলে
নগ্ন মেঘের বৃষ্টি ঘামাতুর শরীরে

চল চা'য়ে চুমু খাই অস্তগামী সূর্যের পেয়ালায়
তারপর জড়াজড়ি অন্ধকার।


দাম্পত্য


দাম্পত্য
- যাযাবর জীবন

দাম্পত্য মানেই জীবনের গল্প
রংধনুর খেলা দাম্পত্য ডানায়
তোর আমার সম্পর্ক সাদাকালো
ভালোবাসা এলেই রঙ হারায়;
তুই কবিতার মাঝে গল্প খুঁজিস
আমি তোর গল্পে কবিতা আঁকি,
তোর বাস রঙ এর দুনিয়ায়
সাদাকালো তোর বোধগম্য নয়।


কাছে থাকা



কাছে থাকা
- যাযাবর জীবন

রাতে ঘুমুতে যাওয়ার সময় জড়িয়ে ধরে তোকে
সকালে ঘুম ভাংতেও তুই জড়িয়ে বুকের খাঁচায়
তবুও মনে হয় জড়িয়ে রাখা হলো না তোকে
আচ্ছা বলতে পারিস? কিভাবে জড়িয়ে রাখা যায়;
যেদিন আমি থাকব না, হাত বাড়িয়ে খুঁজবি আমায়?
সকালে দুপুরে সন্ধ্যে রাতে, ভালোবাসায় তুই
ভালোবাসায় তুই অষ্টপ্রহরের চিন্তা চেতনায়
তবুও মনে হয় ভালোবাসা হলো না তোকে
আচ্ছা বলতে পারিস? কিভাবে ভালোবাসা যায়;
যেদিন আমি রইব না, ভাসিস না কান্নায়।


মানুষের আকৃতি




মানুষের আকৃতি
- যাযাবর জীবন

চারিদিকে মানুষের দম্ভ দেখি
শুনি দম্ভোক্তি;
আমি এই
আমি সেই
আরও কত কি?

দম্ভোক্তি করছে কে?
মানুষ নাকি?
কই? আমি তো সামনে দাঁড়ানো মাটি দেখি
মাটির চোখে,
মানুষের আকৃতি।



কে পাগল?



কে পাগল?
- যাযাবর জীবন

তুই 'কে নিয়ে একটা কবিতা লিখেছিলাম;
'তুই'টা কে? অনেকগুলো প্রশ্ন,
এর মধ্যে জনা বিশেক মেয়ে
যাদের সবাইকেই উত্তর দিয়েছি "তুই"
আর জনা আষ্টেক ছেলে
যাদের সাথে চোখ টিপাটিপি খেলেছি;
আমার 'তুই' জিজ্ঞাসা করেছিল - কি কর?
আমি হেসে উত্তর দিয়েছিলাম - তুই তুই খেলি;
আমার তুই খিলখিল জলতরঙ্গে হেসে বলেছিল - "তুই একটা পাগল।"


জলরং



জলরং
- যাযাবর জীবন

আমার হাতে আগুন
তোর হাতে বরফ
আমরা দুজনে মিলে পানি;

ভালোবাসা মানেই জলরং
ভালোবাসা মানেই কান্না।