বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

দানবীয় ইচ্ছা




দানবীয় ইচ্ছা
- যাযবর জীবন

নতুন বছর অনেক দেখিয়েছে,
স্বার্থের রূপ
লোভের চেহারা
আয়নার ওপারের অন্ধকার;
নতুন বছর অনেক দিয়েছে,
অবিশ্বাস
ঘৃণা
সম্পর্কের ভাঙন
আর মানুষের ভেতরের আঁধার;
খুব ইচ্ছে করে
প্রকৃতির রূপান্তরের সাথে সাথে
বদলে ফেলি নিজেকে,
আমারও তো
ক্ষুধা আছে
কাম আছে
লোভ আছে
লালসা আছে;
এক এক সময় খুব ইচ্ছে করে দানব হতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন