বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

রূপান্তরিত দানব



রূপান্তরিত দানব
- যাযবর জীবন

আকাশ অন্ধকার শুধু রাতে
মানুষ অন্ধ দিনে-রাতে
স্বার্থে, লোভে, পাপে;
তোমরা শুধুই মানব
আমি রূপান্তরিত দানব
স্বার্থে, লোভে, পাপে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন