প্রেমচক্র
- যাযাবর জীবন
নরম রোদের সকাল শুরু প্রেমের প্রথম-পর্বে
ক্রমান্বয়ে অভিমানের কুয়াশা
রাগ, অনুরাগ, ভালোবাসা
তালপাকা ভাদ্র গরম রাগের দুপুর
অভিমান নেমে গেলে কান্না-পুকুর
বিকেলের কন্যা-সুন্দর আলোয় পরিণয়
ভালোবাসার জয় কিংবা ক্ষয়,
জ্যোৎস্নায় বাসর পরিণয়ের মধুমাস
অমাবস্যায় থালাবাসন ভাঙাভাঙি ঠাসঠাস
চাঁদের বারোমাস বিয়ের আঠারো মাস
প্রেমের সর্বনাশ;
প্রেমের দিনচক্র
বিয়ের রাতচক্র
যুগে যুগে চক্রাকারে বারোমাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন