সম্পর্কের দ্বৈরথ
সম্পর্কের দ্বৈরথ
- যাযাবর জীবন
সময় চাকা গড়িয়ে যায়
আমি পিছু পিছু
জীবন থেকে কুড়িয়ে যাই
অভিজ্ঞতা কিছু;
মানুষ থেকে ঘৃণা কুড়াই
স্বার্থ যখন গায়
চোখের থেকে লবণ কুড়াই
ভালোবাসার নায়;
সম্পর্ক গড়িয়ে দিতেই
হাজার তার পথ
সময় গড়াতেই কান্না কুড়াই
সম্পর্কের দ্বৈরথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন