বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

হামবড়া রাজা




হামবড়া রাজা
- যাযাবর জীবন

আমি ভাই অন্যরকম
সবার থেকে আলাদা
আমার রাজ্যে আমিই রাজা,
ভাবের রাজা।

আমার রাজ্য কি জান?
আট বাই আট পলিথিন মোড়া
ছাঁদ ফুটো টিনের ঘর
অহংকারে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন
সব করেছি পর,
কোষাগার বোঝাই আমার ছেঁড়া পকেট সম্বল
রাজ্যের বিশাল সৈন্যবাহিনী মশা আর তেলাপোকার দল
সেনাপতি কিন্তু মহাশয় ইঁদুর মশাই
আমার রাজ্য, আমিই রাজা,
ভাব মেরে যাই;

আমার এ রাজ্যের উত্থানের কাহিনী জান?
তোমরা'তো শুধুই আমার হামবড়া ভাব মান,
একদা আমিও ফকির ছিলাম বাপের ছাঁদ-ওয়ালা কুটিরে শুয়ে
এখন রাজা হয়েছি ভাবের রাজ্যে, হামবড়া ভাব ধুয়ে;

আমি সত্যিই অন্যরকম ভাই
সবার চেয়ে আলাদা তাই
ছেঁড়া কাঁথায় স্বপ্নে চাঁদ-রুটি খাই
আমি কি হনু রে! ভাব দেখাই;

অহংকারীর পতন দেখেছ?
আমাকে দেখ
কিংবা আয়না;


আমার হামবড়া রাজ্যে
আমি হামবড়া রাজা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন