মনের মাঝে তুই
- যাযাবর জীবন
নানা রকম লেখায় আঁকি নানা রকম চরিত্র
বেশিরভাগ কাল্পনিক, কিছু তার সত্য
হরেক রঙের মানুষ আঁকি হরেক তাদের জীবন
স্বপ্নগুলো সাদাকালো, রংধনুতে সাত রং;
একটা মাত্র জীবন আমার, একটা মাত্র তুই
সারাক্ষণ মনের মাঝে, ঠোঁটে ঠোঁট ছুঁই
সকাল বিকেল রাত্রি ভোরে, বুকের ভেতর তুই
সাদা-কালো, ভালো-মন্দে, তোরই হয়ে রই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন