মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

কে পাগল?



কে পাগল?
- যাযাবর জীবন

তুই 'কে নিয়ে একটা কবিতা লিখেছিলাম;
'তুই'টা কে? অনেকগুলো প্রশ্ন,
এর মধ্যে জনা বিশেক মেয়ে
যাদের সবাইকেই উত্তর দিয়েছি "তুই"
আর জনা আষ্টেক ছেলে
যাদের সাথে চোখ টিপাটিপি খেলেছি;
আমার 'তুই' জিজ্ঞাসা করেছিল - কি কর?
আমি হেসে উত্তর দিয়েছিলাম - তুই তুই খেলি;
আমার তুই খিলখিল জলতরঙ্গে হেসে বলেছিল - "তুই একটা পাগল।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন