দাম্পত্য মিলেমিশে
- যাযাবর জীবন
দাম্পত্য মানে বিছানা নয়;
দাম্পত্য মানেই ভাগাভাগি
সময়
ভালোবাসা
অর্থ
হৃদয়
জীবন;
দাম্পত্য শুধু বিছানা নয়;
দাম্পত্য, জড়িয়ে থাকা অঙ্গাঙ্গী
শরীর ও হৃদয়ে
মনে ও জীবনে
ভালো ও খারাপে
মিলেমিশে মিলেমিশে
একসাথে দুজনে;
দুজনে মিলেমিশেই স্বামীস্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন