বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

বদভ্যাসের দাস



বদভ্যাসের দাস
- যাযাবর জীবন


পেছনে তাকানো মানুষের অভ্যাস,
উঁহু, বদভ্যাস;
কি আছে পেছনে?
আহা! আহা‍! আমার পেছনে কেন?
নিজের পেছনও দেখা যায়, তাকালে আয়নায়;

গন্ধ?
সে তো সবার পেছনেই;
সুবাস খোঁজে বোকার হদ্দ।

আমি বদভ্যাসের দাস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন