হ্যাঁ তে না
- যাযাবর জীবন
কিছু কিছু মানুষ আছে
বন্ধু চায় না, সঙ্গী চায় না
চায় তাঁবেদার,
আবার এমন কেও কেও আছে
যাদের কাছে সম্পর্ক মূল্যহীন,
তারা শুধুই টাকার;
হ্যাঁ'তে হ্যাঁ মিলালে তো, তুমি মহান
তুমি প্রাণ পাখি, জানের জান,
কি? না করলে আমায়?
অসভ্য, বেয়াদব, শয়তান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন