বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

শব্দের জলসিঁড়ি


শব্দের জলসিঁড়ি
- যাযাবর জীবন

এলোমেলো শব্দের জলসিঁড়ি বেয়ে তোর কাছে পৌঁছানোর আগেই
কবিতা হয়ে গিয়েছিস তুই অন্য কারো;
আমি তুলি হাতে খালি ক্যানভাসে জল বুলিয়ে যাই
তুই পাহাড়ি ঝর্ণা থেকে মহাসাগরের ঢেউ
নৌকোর সাধ্য কোথায় পাহাড় বাওয়ার?
কিংবা আমার, তোতে ডুবার?
ডিঙির ভাঙা দাঁড় যখন তোর পায়ের কাছে
আমার শরীরের গন্ধ তখন মুছে গেছে,
লবণ জলে।

একটুকরো পচা কাঠ কে আর ঘরে সাজিয়ে রাখে?
মাটি মিশতে মিশতে মাটি হয়, মাটিতে।

আমি শব্দের ভুল সিঁড়ি বেয়ে যাই,
একা একা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন