শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

লিখন




লিখন
- যাযাবর জীবন

আমি প্রেম লিখে যাই
নীল কিংবা বিষে
তুই ভালোবাসায় ভাসিস
প্রতি চন্দ্র মাসে;

আমার লেখা আর তোর অনুভবের মাঝে ফারাক অনেক
তবুও আমরা মরি ও বাঁচি
প্রতিদিন ভালোবেসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন