মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

ঠোঁটে ডুব



ঠোঁটে ডুব
- যাযাবর জীবন

সূর্য ডোবে প্রতিদিন
আমি ডুবি ঠোঁটে,
ঠোঁটে ডুবতেই ডুবে যাই তোতে;

ভেজাতে জুড়ি নেই তোর
চোখে কিংবা ঠোঁটে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন