বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

বৌ শাশুড়ি কড়চা


বৌ শাশুড়ি কড়চা
- যাযাবর জীবন

বৌ শাশুড়ি হাঁড়িকুঁড়ি
নিত্যদিনের আম আচারি;

জামাই শ্বশুর দেবর ননদ
সবার চোখে বৌ এর গলদ
শালা শালি শ্বশুর বাড়ি
জামাই বেটার মাথায় বাড়ি;

কালকের বৌ আজ শাশুড়ি
আজকের বৌ হবে শাশুড়ি
এক সাথে হাঁড়িকুঁড়ি, এক সাথে জীবন পাড়ি
তবুও দুজন, কেও কাওরে দেখতে নারি;

বৌ শাশুড়ির সারাজীবন, চুলাচুলি বস্রহরণ
নববর্ষের প্রথম দিন, ইলিশ পোলাও বর্ষবরণ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন