শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

অনুভূতি যার যার



অনুভূতি যার যার
- যাযাবর জীবন

খুব সহজেই কাছে টানে কেও
খুব সহজেই ছুঁড়ে ফেলে দূরে
অস্থির মনের অস্থির প্রকাশ
কারো অস্থিরতা ঘুরে ঘুরে;

খুব সহজে কি কাছে টানা যায়?
মনের ভেতর মনের ঘরে
মানুষ মাত্রই হারিয়ে যায়
দূরে সরে গিয়ে কিংবা মরে;

মনের রঙ আকাশ রঙা
সময় ভেদে নীল আর কালো
অস্থিরতা রঙ হারা
বেদনার রঙ গভীর কালো;

কেও দূরে থেকে মনেতে থাকে
খুব কাছে থেকেও কেও অনেক দূরে
রাগ অভিমান হাসি-কান্নার অনুভূতিগুলো
কারো প্রকাশ্যে, কারো মনের ঘরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন