বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

ব্যথার দাস



ব্যথার দাস
- যাযাবর জীবন

ব্যথার সাথে বসবাস
ব্যথার সাথেই সহবাস
ব্যথাই ব্যথার সর্বনাশ
তোর ও আমার
মন ও শরীরের;

শরীর দিয়েছি তোকে
মন কোথায় আমার দাস?
ব্যথা ব্যথার দাস
ব্যথায় ব্যথার সর্বনাশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন