কাছে থাকা
- যাযাবর জীবন
রাতে ঘুমুতে যাওয়ার সময় জড়িয়ে ধরে তোকে
সকালে ঘুম ভাংতেও তুই জড়িয়ে বুকের খাঁচায়
তবুও মনে হয় জড়িয়ে রাখা হলো না তোকে
আচ্ছা বলতে পারিস? কিভাবে জড়িয়ে রাখা যায়;
যেদিন আমি থাকব না, হাত বাড়িয়ে খুঁজবি আমায়?
সকালে দুপুরে সন্ধ্যে রাতে, ভালোবাসায় তুই
ভালোবাসায় তুই অষ্টপ্রহরের চিন্তা চেতনায়
তবুও মনে হয় ভালোবাসা হলো না তোকে
আচ্ছা বলতে পারিস? কিভাবে ভালোবাসা যায়;
যেদিন আমি রইব না, ভাসিস না কান্নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন