একটা তুই আর একটা আমি'র গল্প
- যাযাবর জীবন
একটা আমি একটা তুই
সারারাত অনেক গল্প
সুখের সময় উড়াল ডানায়
একটা জীবন খুব অল্প;
একটা রাত তুই আমার
একটা চাঁদ মন হারাবার
একটা ভুলে অনেক কান্না
চোখের জল তোর হীরে-পান্না;
একটাই জীবন আমার
অনেক তোকে ভালোবাসার
এক জীবনে তুই আমার
আগলে বুকে ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন