তাঁবেদার
- যাযাবর জীবন
ক্ষুধা লাগলে কুকুর তো ঘেউঘেউ করবেই
কিংবা বিড়াল মিউমিউ,
পাখি কিচিমিচি করে মনের আনন্দে
নদী কলকল ছলছল;
নারীর ঝগড়ার কারণ লাগে না
চুলবুলে মুখে বকে যায় সুখে
মুখবুজে কানপেতে শুনে যাও তো ভালো
আর নয়তো বেটা তুই স্বার্থপর;
নারীর হ্যাঁ'তে হ্যাঁ মিলাও
না তে না
দাঁড়াতে বললে কখনো বসো না,
ভুলে শুয়ে পড়েছ? মরেছ;
তুই বেটা স্বামী না মানব
তুই বেটা প্রেমি না দানব
তুই বন্ধুত্বের যোগ্যই না, বেটা স্বার্থপর;
পুরুষের আবার কাজ কি?
নারীর তাঁবেদারি;
তোমার কাজ আছে?
তবে তো তুমি শুধুই মানুষ;
নারী প্রেমিক চায়
কিংবা স্বামী
নিদেন পক্ষে একজন বন্ধু
গৃহপালিত হতে হবে কিন্তু;
আর নয়তো দূরে গিয়ে মর
বেটা বদের বদ, স্বার্থপর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন