বাঁকা হাড়ে বাঁকা নারী
- যাযাবর জীবন
সোজা কথা কবে বলেছিল বাঁকা নারী?
সৃষ্টিই যার পাঁজরের বাঁকা হাড়ে;
শরীরের বাঁকা বাঁক দেখিয়ে
শরীর জ্বালায় নারী, লোলুপ পুরুষেরে;
বাঁকা নারী মন বাঁকায় কারণে আর অকারণে
বাঁকা নারী শরীর বাঁকায় ছলে বলে কৌশলে
বাঁকা কথায় বোকা পুরুষের, কান জ্বলে মন জ্বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন