মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

দাম্পত্য


দাম্পত্য
- যাযাবর জীবন

দাম্পত্য মানেই জীবনের গল্প
রংধনুর খেলা দাম্পত্য ডানায়
তোর আমার সম্পর্ক সাদাকালো
ভালোবাসা এলেই রঙ হারায়;
তুই কবিতার মাঝে গল্প খুঁজিস
আমি তোর গল্পে কবিতা আঁকি,
তোর বাস রঙ এর দুনিয়ায়
সাদাকালো তোর বোধগম্য নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন