বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

ঠেসাঠেসি



ঠেসাঠেসি
- যাযাবর জীবন

কথায় কথায় ঠেস মারা কারো কারো স্বভাব
একবার প্রতিদান দিয়েছ? তুমি তো চরম খারাপ;

ব্যাপক আনন্দ ঠেস মারায়
চরম বিরক্তি ঠেস খাওয়ায়;

তবুও আমরা প্রতিনিয়ত ঠেসাঠেসিতে রই মেতে
সম্পর্ক হারিয়ে গেল, না জীবন; কি এসে যায় তাতে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন