সোমবার, ১ মে, ২০১৭

দাম্পত্যের শর্ত


দাম্পত্যের শর্ত
- যাযাবর জীবন

ঘরে ঘরে
দাম্পত্য,
সবার তরে;
কারো ঘরে সুখ কড়া নাড়ে
কারো ঘরে অশান্তি বসত গড়ে;

এ ঘরে,
হাতের ওপর মাথা
বুকে মেলে বুক
ঠোঁটে ঠোঁট খুনসুটি
চোখে চোখ দুষ্টুমি
ঘেঁষাঘেঁষি দুজনে
নিশ্চিন্ত রাত-ঘুমে
রাত কাটে সুখ স্বপ্নে
দু-জন এরা স্বামী-স্ত্রী
সুখী দম্পতি;

ও ঘরে,
হাঁড়ি চামচের যুদ্ধে মেতে
সম্পর্কে পুঁতা ঘষে
দু-জন দুপাশ ফিরে বিছানার দুদিকে
অশান্তির চোখ বোজে জায়া ও পতি
একজন দম দেয়া পুতুল পত্নী
আরেকজন কেবলমাত্র কাগজের পতি,
সুখ কোথায়?
দাম্পত্য অধরা অমরাবতী;

দাম্পত্য;
সব ঘরে,
সুখের তরে;

খুব বেশী কিছু কি প্রয়োজন?
দাম্পত্যে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন