কলাবতী
- যাযাবর জীবন
সকাল কাটে ঘুমে তার
দুপুর সূর্যে ভোর
পাখি কেন ঘুম ভাঙাস'নি
সকল দোষ তোর,
সন্ধ্যা হলেই কলাবতীর মন কেমন করে
দূর থেকেও খুব বুঝি, আমি মনের ঘরে।
চুল টানা বিবিয়ানা
সাজুগুজু করে
একটু যদি উনিশ বিশ
মন ধড়ফড় করে,
সারাদিন উপর নিচে সেলফি তুলে হাত
ফিগার সচেতন ভাত খায় না, আইসক্রিম দিন রাত।
দিন কেন আলো আলো
রাত কেন কালো
অভিমানী কইন্যায় কয়
বাসো না কেন ভালো,
কেমনে কইরা ভালোবাসলে, ভালোবাসা হয়
শিখতে শিখতে বয়স গেল, জীবন হইলো ক্ষয়;
কথার সাথে মিল নাই কাজের
প্রেমের সাথে মনের
ভালোবাসায় কাম মিশলে
বারোটা বাজে প্রেমের,
ঘ্যানঘ্যান দিনমান কত করতে পারে?
কলাবতীর জপ শুনে কানের পোকা মরে।
সূর্যে কেন গরম লাগে
লাগে না চাঁদে তাপ
বায়ু চড়লে মাথার উপর
আমায় ঢালে ভাপ,
প্রেম করছি বেশ করছি, বকছে কেন বাপ,
সব প্রশ্নই আমার কাছে, কি যে করছি পাপ!
চাঁদের সাথে মন খেলায় অভিমানী নারী
চাঁদনি কেন জ্যোৎস্না নয়, আমি কইতে পারি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন