মাটির অনুভূতি
- যাযাবর জীবন
ঝিমধরা দুপুর
মাটিফাটা গরম
ভাপ উঠছে মাটি থেকে,
হাঁটছি আর ঘামছি
একটু ঠাণ্ডা পানির জন্য যেন দম বের হয়ে যাচ্ছে;
হঠাৎ থমকে দাঁড়াই
সামনে কবরস্থান
সার সার কবর
আচ্ছা ওদের তৃষ্ণা হয় না?
মাটির ওপরের ভাপ সইতে এত কষ্ট
ওখানে রইব কিভাবে?
মাটির গরমে, মাটিচাপা হয়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন