তোর আমার গল্প
- যাযাবর জীবন
তোর আমার গল্প
বাকি রয়ে গিয়েছিল কিছু অল্প;
সেদিন সন্ধ্যে ঘনিয়ে আসতেই
তুই দিগন্তের পানে
হতভম্ব হাঁটি হাঁটি পায়ে
আমিও পিছু পিছু তোর টানে,
তারপর পুরোটাই ইতিহাস;
স্বেচ্ছায় হারিয়ে যেতে চাইলে
কে কবে বেঁধে রাখতে পেরেছিল কাকে?
তুই আপন করেছিস রিপু'কে;
আমি রাত্রি'কে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন